তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে সচেতনাতা বাড়াতে শিক্ষকদের ভূমিকা পালনের আহবান

বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।।

এক আলোচনা সভায় বক্তারা তামাকজাত দ্রব্যকে মানব স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনীতির জন্য ক্ষতিকারক হিসাবে আখ্যায়িত করে শিক্ষকদেরকে এটা প্রতিরোধে সচেতনাতা বাড়াতে সমাজে তাদের ক্ষমতা এবং অবস্থান ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

তারা বলেন যে, তামাকপণ্য ব্যবহারের সাথে সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে মানুষের মধ্যে, বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে, সচেতনাতা তৈরির জন্য শিক্ষকদের একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।

জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য তামাকের ঝুঁকির পরিমাণ বিবেচনা করে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ তামাক মুক্ত করার লক্ষ্যে সরকার একটি লক্ষ্য নির্ধারণ করেছে। যদি শিক্ষকরা ক্রমাগত তাদের সচেতনাতামূলক ভূমিকা পালন করে, তবে এটি লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে তারা মনে করেন।

রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হল রুমে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক প্রভাব এবং এর প্রতিরোধ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালায় তারা এসব কথা বলেন।

স্বাস্থ্য ও প্রতিবন্ধী ইস্যুতে কাজ করা এনজিও ’বাংলাদেশ ব্লাইন্ড মিশন (বিবিএম) সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তামাকের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন সুপারিশ দিয়েছেন। সুপারিশগুলি হল: খোলা জায়গাগুলিতে ধূমপান নিষিদ্ধ করা; তামাকজাত পণ্য উৎ্পাদন, কেনা ও বিক্রয় সম্পর্কিত বিধি ও বিধিগুলির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ; ধূমপানের বিপদ সম্পর্কে সচেতন করার জন্য পরিবারের সদস্যদের সাথে পরামর্শ দেওয়া; ধূমপান বন্ধে উৎ্সাহিত করার জন্য পুরষ্কার প্রথা চালু করা; তামাকজাত পণ্যগুলিতে উচ্চ কর আরোপ করা; এবং মানুষের মধ্যে সচেতনাতা বৃদ্ধি করা।

বিবিএম এর সভাপতি জুয়েল আহমেদ সভাপতিত্ব করেন, বিবিএম’র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) খোন্দকার মোহাম্মদ মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন।

জাতীয় খ্যাতিমান উন্নয়ন পরামর্শদাতা শুভশীশ মহন্ত এবং ইস্পাহানি আই ইনস্টিটিউট ও হাসপাতালের এপিডেমিওলজিস্ট মোহাম্মদ শামসাল ইসলাম যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন শিক্ষক কর্মশালায় অংশ নিয়েছিলেন। তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে সচেতনাতা বাড়াতে তারা তাদের ভূমিকা পালনের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।