// শুভ্রা নীলাঞ্জনা //
বহুদিন পর গভীররাতে
প্রণয়ের সাথে দেখা হল আজ
আমায় ভুলে দিব্যি সে আছে
অগণিত তারাদের মাঝে
পরিপাটি হয়ে বসে আছে সে
দিব্যি মহাসুখে নক্ষত্র সাজে ।
আমি সন্ধ্যা তারা
দেখি দূর থেকে
প্রভাত শেষে
জেগে থাকি প্রতিদিন
ভিতরে অজস্র শোক নিয়ে
শোক তারা বেশে ।
এমন ও হয় আবার
এ মহাকাশে বিচিত্র সব খেলা !
দিন শেষে শুরু হয়
রাতের আকাশে
নাম না জানা
অজস্র সব তারাদের মেলা ।
নক্ষত্ররাও জড় হয়
আদিম উল্লাসে
ষড়রিপুর লাঙলে চাঁদের জমিন চষে
নপুংসংতার স্বাক্ষর রাখে
প্রহরে প্রহরে ভংগুর হৃদয়ে !