জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর বনানী করাইল বস্তিতে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়োজনে ছাত্র–শিক্ষক ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আয়োজিত এ সমাবেশে ঢাকা–১৭ আসনের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,
“ঢাকা–১৭ আসনের বিএনপির প্রার্থী তারেক রহমান। তিনি শুধু এমপি হবেন না। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনারা একজন প্রধানমন্ত্রী পাবেন। তাই তাকে বিজয়ী করা মানে দেশের নেতৃত্বে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন,
“এই এলাকার উন্নয়নে তারেক রহমান বিশেষ নজর দেবেন, কারণ আপনারাই তার সম্মানিত ভোটার। আপনাদের সুখ-দুঃখের দায়িত্ব তিনি নেবেন।”
করাইল বস্তির সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন,
“এখানে শুধু ঘরবাড়ি নয়, স্কুল, মাদ্রাসা ও দোকানপাটও পুড়ে গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের লেখাপড়া ব্যাহত হচ্ছে। কিন্তু সরকার কার্যকরভাবে এগিয়ে আসেনি। এটি অত্যন্ত দুঃখজনক। নির্বাচনের পরে তারেক রহমান বিজয়ী হলে এসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
তিনি উপস্থিত সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,
“ভোটের শক্তিই জনগণের শক্তি। সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করতে হবে, তাহলেই এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসা। এছাড়া সংগঠনের সভাপতি এস এম মোমো, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ইলোরা ইয়াসমিন, আখতারি বেগম, মনিরা বুলবুল, হালিমা আক্তারসহ স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, নারী নেত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা করাইল বস্তির শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন সমস্যার কথা তুলে ধরে দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ চালান।
স্থানীয়দের মতে, এই সমাবেশে নারী, শিক্ষক ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।