মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীর নেতৃত্বে স্থানীয় মারকাজুল কোরআন হিফয মাদ্রাসায় তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দু’আ শেষে উপস্থিত ছাত্রদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল খায়ের, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনিম, সরোয়ার মোরশেদ শাওন, সজিবুর রহমান শান্ত, নজরুল ইসলাম সুজন, মোঃ বিল্লাল হোসেনসহ আরো অনেকে।