তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫

মোঃ মোহন আলী।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আগত বিপুলসংখ্যক নেতা কর্মীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প গঠন করা হয় ।যার একটি ছিল মূল মঞ্চের কাছে আরেকটি কাঞ্চন ব্রিজের কাছাকাছি এবং অপরটি ৩০০ ফিটের শুরুতে ছিল । এছাড়াও বিভিন্ন স্থানে প্রায় ২০ টি এম্বুলেন্স তৈরি রাখা হয় এবং সমস্ত ক্যাম্প থেকে একযোগে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এই স্বাস্থ্যসেবা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমানের ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডাঃ মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ আবুল কেনান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ খালেকুজ্জামান দিপু। এছাড়াও চিকিৎসা সেবা প্রদান করেন অধ্যাপক ডাঃ মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডাঃ সিরাজুল ইসলাম, বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাঁকন, সহ-সভাপতি ডাঃ মাসুদ আক্তার জিতু, সহ-সভাপতি ডাঃ রুস্তম আলী মধু, ডাঃ শহিদুল ইসলাম বাবুল, ডাঃ শহিদুল ইসলাম শহীদ, ডা,নিয়াজ শহীদ রানা, অধ্যাপক ডাঃ মাহমুদুর রহমান মিহি, ডাঃ সায়েম মনোয়ার, ডাঃ সাজিদ ইমতিয়াজ,ডাঃ গালিব, ডাঃ রাকিবুল ইসলাম আকাশ, ডাঃ আমিরুল ইসলাম পাভেল, ডাঃ বসির আহমেদ, ডাঃ লাবিব, ডাঃ নাভিদসহ ড্যাবের কেন্দ্রীয় কমিটির অসংখ্য চিকিৎসক বৃন্দ।