তারেক রহমান বিশ্বাস করেন, গ্রামই হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু- মীর শাহে আলম

মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

 

 

স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেলভুজা গ্রামে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের উঠান বৈঠকে ঢল নামে হাজারো নারী-পুরুষের।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে স্থানীয় প্রবীণ বিএনপি নেতা দিলবর হোসেন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম।

বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ পুনর্গঠনে সুস্পষ্ট রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, জনাব তারেক রহমান বিশ্বাস করেন— গ্রামই হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রতিটি গ্রামে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। এছাড়াও পরিবারকে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বাস্তবায়ন করা হবে।

এসময় আহত জুলাই যোদ্ধা মুশফিকুর রহমান সোহাগসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।