দক্ষিণবঙ্গের কুখ্যাত গরু চোর আব্দুস সালামের বিচার দাবিতে গণস্বাক্ষর

সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫

খুলনা ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় দক্ষিণবঙ্গের আন্তর্জাতিক মানের গরুচোর সিন্ডিকেটের প্রধান আব্দুস সালামের বিচার দাবিতে স্থানীয়রা গণস্বাক্ষর করে অভিযোগ জমা দিয়েছেন।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে রূপসা থানা (খুলনা) ও ফকিরহাট থানা (বাগেরহাট) এলাকার ছয়-সাতটি গ্রামের বাসিন্দারা গণস্বাক্ষরিত দরখাস্ত খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর জমা দেন।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন গাউস সরদার, যিনি নিজে গরু চুরির শিকার হয়ে মামলার মাধ্যমে চুরি যাওয়া গরু ফেরত পান।

অভিযোগকারীদের দাবি, আব্দুস সালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে। তিনি একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পরিচালনা করেন। সিন্ডিকেটের সদস্যরা অস্ত্রশস্ত্রে সজ্জিত থেকে চুরি করে, আর বিরোধিতা করলে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। এমনকি সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তার ভয়ে গ্রামীণ মানুষ গরু পালন করতে পারছেন না। চুরি করার সময় কেউ বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এমনকি হামলার শিকারও হতে হয়।

সব ভয়-ভীতি উপেক্ষা করে রূপসা ও ফকিরহাট থানার ছয়-সাতটি গ্রামের মানুষ গণস্বাক্ষরের মাধ্যমে কুখ্যাত গরুচোর আব্দুস সালামের বিচারের দাবি জানিয়েছেন। তাদের আশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।