দক্ষিণ সুরমায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

শহীদ আহমদ খান।।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি” আমিষে শক্তি, আমিষেই মুক্তি” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর যৌথ উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ২৬ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মমতাজ বেগম এর সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন সাহাবুদ্দিন মুন্না’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার গৌতম পাল, মৎস্যকর্মকর্তা সুনন্দা রাণী মোদক, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খামারী রোজিনা খাতুন ও হুমায়ুন কবির নাহিদ প্রমুখ।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এক বর্ণঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জাতীয় প্রাণিসম্পাদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন ও স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। একক, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যম্যে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। আমরা আশা করছি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।