মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৪ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও র্যালীর আয়োজন করা হয়েছে। ত্রিশটি যুব সংগঠনের প্রায় চারশত যুব সংগঠক, উদ্যোক্তা ও আত্মকর্মী অংশ নেন।
শুক্রবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মাহফুজা জেরিন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলমের সভাপতিত্বে যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু নিধনে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বিডি ক্লিন মিরসরাই টিম। দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন ও তরঙ্গ-২৪’র নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার প্রমির যৌথ সঞ্চালনায় যুব দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত, পবিত্র গীতা থেকে পাঠ, বৈষম্য বিরোধী ছাত্র- জনতার অন্দোলনে নিহতদের স্মরণে ও যুব আইকন শান্তিনীড় সভাপতি মরহুম ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত যুব শপথ পাঠ করেন সমবেত যুব সংগঠকরা। শপথ পাঠ করান তরুণ যুব সংগঠক তরঙ্গের সভাপতি ইমরান খান। এরপর সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহ আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায় ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ।
অতিথিদের বক্তব্য শেষে পুরস্কার বিতরণ পর্বে এ বছর সফল আত্মকর্মী পুরস্কার গ্রহণ করেন এগ্রো ক্যাটাগরিতে মো. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী ক্যাটাগরিতে রসূল আহমেদ, আইসিটি ক্যাটাগরিতে মোহাম্মদ শাহাদাত হোসেন, পোল্ট্রি ক্যাটাগরিতে মাসুদুর রহমান শিশির, শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার গ্রহণ করেন হারবাল এন্ড ভেষজ ক্যাটাগরিতে নাহিদা আক্তার লিলি, হস্তশিল্প ক্যাটাগরিতে ফেরদৌস আরা মুন্নি, হোমমেড ফুড ক্যাটাগরিতে পিয়াংকা আক্তার সাথী, শ্রেষ্ঠ যুব সংগঠন পুরস্কার গ্রহণ করেন মানবিক সহায়তা ক্যাটাগরিতে হিতকরী যুব সংঘ ও শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার গ্রহণ করেন শিক্ষা সহায়তা ক্যাটাগরিতে অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজেদ ও সামাজিক কর্মকাণ্ড ক্যাটাগরিতে আদর্শ বন্ধু ফোরাম যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ। পুরস্কার বিতরণ শেষে বিভিন্ন ক্ষুদ্র প্রকল্পে ছয় জন উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সেলাই- কাটিং, বসত বাড়িতে সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারী ষাট জন প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদ বিতরণ করা হয়। সবশেষে মীরসরাইয়ে ২০২৪ এর স্মরণকালের ভয়াবহ বন্যায় উপজেলা প্রশাসনকে সহায়তাকারী প্রায় চল্লিশ সংগঠনের মাঝে প্রশংসিত সনদ ও যুব সংগঠনের প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগত সবার নজর কাড়ে বন্যায় যুব সংগঠনের কার্যক্রম নিয়ে প্রদর্শিত ফটো গ্যালারি। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন যুব সংগঠনের বন্যায় সহায়তা কার্যক্রম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
জাতীয় যুব দিবস উদযাপনের এ বর্ণিল অনুষ্ঠানে অংশগ্রহনকারী সংগঠনগুলো হলেন তরঙ্গ-২৪, বিজলী ক্লাব, উদয়ন ক্লাব, অদম্য যুব সংঘ, মীরসরাই উপজেলা প্রতিবন্ধী সংগঠন, অনির্বাণ যুব সংঘ, রক্তিম পরিবার, ইউসাম, অন্তরঙ্গ, হিতকরী যুব সংঘ, অভিনন্দন ক্লাব, নওজোয়ান, অপকা, উত্তরণ, মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা, এফসি সিক্সটিন ইউনিয়ন ব্লাড ব্যাংক, উদ্দীপন ক্লাব, সমাজবন্ধু যুব সংঘ, বিনির্মাণ ছাত্র সংগঠন, বিডি ক্লিন মিরসরাই টিম, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, সাফ, ফেনাপুনী উন্নয়ন সংঘ, বারইয়ারহাট ব্লাড ব্যাংক, প্রজন্ম মিরসরাই, আদর্শ বন্ধু ফোরাম যুব সংঘ, নব উদয় সংঘ, মিরসরাইয়ান, চাইল্ড কেয়ার বাংলাদেশ, শতাব্দি ক্লাব, শান্তিনীড় ও দুর্বার প্রগতি সংগঠন ।