জাতির সংবাদ ডটকম।।
বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশের দিনে দলীয় সরকারের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ একদফা দাবি জানিয়ে আসা কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
জেনারেল ইবরাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টি ছাড়া নতুন জোট যুক্তফ্রন্টে আরও রয়েছে- বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ঘোষণা দেন- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জোটগতভাবে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।
গত ৩০ ডিসেম্বর থেকে দশ দফার ভিত্তিতে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। এরপর গত ১২ জুলাই থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলনে নামে দলটি। ৪২টির মতো দল এই যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এর মধ্যে বিএনপিসহ আটটি নিবন্ধিত দল রয়েছে। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় করেই ভোটে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে যুগপতের শরিকদের।
তবে বেশ কিছুদিন ধরে জেনারেল ইবরাহিমের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টিসহ যুগপতের একাধিক দল বিএনপিকে ছেড়ে নির্বাচন যেতে পারে বলে রাজনৈতিক অঙ্গণে জোর গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনই সত্য হলো।