‎দল-মত নির্বিশেষে সাংবাদিকদের কল্যাণে কাজ করছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫


‎জাতির সংবাদ ডটকম।।

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মৃত্যুবরণকারী ১৫ সাংবাদিক পরিবারের সদস্য ও অসুস্থ-সমস্যাগ্রস্ত সাংবাদিকসহ মোট ৩২০ জনের মধ্যে ২ কোটি ১০ লাখ টাকার কল্যাণ অনুদান চেক বিতরণ করেছে।

‎বৃহস্পতিবার ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে এ অনুদানের চেক বিতরণ করা হয় ঢাকার সার্কিট হাউজ রোডস্থ তথ্য ভবনের ডিএফপি অডিটরিয়ামে।


‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা। তিনি বলেন, নতুন বাংলাদেশে দল-মত নির্বিশেষে সাংবাদিকদের কল্যাণে কাজ করছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও জীবনমান উন্নয়নে নিরন্তর কাজ করছে।

‎সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ সভাপতির বক্তব্যে বলেন, সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কোন দল-মত-ধর্ম-বর্ণ আমরা দেখছি না। যৌক্তিক ও গ্রহণযোগ্য আবেদনের প্রেক্ষিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি পাশে দাঁড়ানোর।

‎এসময় সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টের নানাবিধ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিনামূল্যে স্বতন্ত্র হসপিটাল প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। আপাতত চিকিৎসা সেবার জন্য হেলথকার্ড চালু করে প্রকৃত সাংবাদিকদের বছরে একবার বা দু’বার অন্তত সমস্ত চেকাপ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যবস্থাগ্রহণ করা হবে।

‎এসময় বয়ষ্ক অবসরে যাওয়া সংবাদিকদের প্রতিমাসে ১৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

‎আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ফায়জুল হক, বিএফইউজের নির্বাহী সদস্য শাহীন হাসনাত এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।

‎চলতি অর্থবছরের এ পর্যায়ে মৃত্যুবরণকারী ১৫ সাংবাদিক পরিবারের সদস্য এবং ২২৬ জন অসুস্থ সাংবাদিকসহ মোট ৩২০ জনকে এ সহায়তা দেওয়া হয়েছে। গত এক বছরে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিক ট্রাস্টের মাধ্যমে ১০ কোটি ৭০ লাখ টাকার আর্থিক সুবিধা পেয়েছেন।

‎এর মধ্যে ১ হাজার ৪২৫ জন সাংবাদিককে ৮ কোটি ৯১ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। এছাড়া শহীদ সাংবাদিক পরিবারের সদস্য, আহত সংবাদকর্মী, শিক্ষাবৃত্তি, ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে।

‎প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ৫৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে সাংবাদিক সমাজকে।