দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে সাদ্দামের মনোনয়ন জমা

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য বৃহস্পতিবার সকালে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো: হাসিবুর রহমান (সাদ্দাম)।

এসময়ে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ও ৪টি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ প্রার্থী তার বক্তব্যে বলেন সৎ, শিক্ষিত ও দলের প্রতি দায়িত্ববান ব্যাক্তিদের মূল্যায়িত করার জন্য সম্মানিত কাউন্সিলরদের আহবান জানান।

উল্লেখ্য, মো: হাসিবুর রহমান (সাদ্দাম) খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক।