
নিজস্ব প্রতিবেদক।।
দীর্ঘ ১৫ বছর বিএনপিকে ভাঙতে নানা ষড়যন্ত্র হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক বলেছেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত ১৫ বছরে দলকে ভাঙতে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে তা ব্যর্থ হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় নির্বাচনি প্রচারণায় পথসভা শেষে তিনি এ কথা বলেন।
মীর নেওয়াজ আলী তার বক্তব্যে বলেন,বিগত ১৫ বছর আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের অপকর্ম ও লুটপাটের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। সেই আন্দোলনে একটি সরকারের পতন ঘটেছে। তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এটিই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রাথমিক বিজয়।
এসময় উপস্থিত ছিলেন
আনোয়ার পারভেজ বাদল, ২৮নং ওয়ার্ড সাবেক কমিশনার ও সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মীর আশরাফ আলী আজম,
২৬নং ওয়ার্ড সাবেক কমিশনার
সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ২৩নং ওয়ার্ড সাবেক কমিশনার আবদুল আজিজ, গোলাম সারওয়ার শামীম, সাবেক সভাপতি ২৬নং ওয়ার্ড বিএনপি,মাইনুদ্দিন মাইজু,২৫ নং ওয়ার্ড বিএনপি, মোরশেদুর রহমান জনি,২৬ নং ওয়ার্ড সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ ইউসুফ আহাম্মেদ কামরাঙ্গীরচর থানা বিএনপি বাতেন, ৫৬ নং ওয়ার্ড বিএনপি, ইকবাল হোসেন স্বপন সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, লালবাগ থানা যুবদল, ডাঃ মহসিন হোসেন সভাপতি জিয়া মঞ্চ কামরাঙ্গীরচর থানা, হাফেজ মনির হোসেন সিনিয়ার সহ সভাপতি চক বাজার থানা সাইবার ইউজার দল, ইয়াকিন হোসেন হৃদয় ২৫নং ওয়ার্ড ছাত্রদল লালবাগ চক বাজার বংশাল কোতোয়ালী কামরাঙ্গীরচর থানাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।