
ক্রীড়া ডেস্ক: সিরি আ মৌসুম শেষ হয়েছে গত রোববার। এরপরই বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ইতালিয়ানদের নজর পড়েছে জাতীয় দলের দিকে। আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করতে যাচ্ছে আজ্জুরিরা।
গ্রুপ ‘আই’-তে ইতালির প্রতিপক্ষ নরওয়ে, মলডোভা, ইস্তোনিয়া এবং ইসরায়েল।
বাছাইপর্বের প্রথম ম্যাচে ৬ জুন আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ইতালি।
নরওয়ের বিপক্ষে সিটি তারকা হালান্ডকে ঠেকাতে ইতালি কোচ স্পালেত্তি দুই বছর পর আবারো দলে ডেকেছেন ইন্টার মিলানের অভিজ্ঞ ডিফেন্ডার ফ্রান্সেস্কো আচেরবিকে। অভিজ্ঞ এই ডিফেন্ডার ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালসহ হালান্ডকে দুইবার সফলভাবে রুখে দিয়েছিলেন।
অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা বোলোনিয়ার উইঙ্গার রিক্কার্দো অরসোলিনি-ও ফিরেছেন দলে।
এই মৌসুমে ক্লাবের হয়ে ৪০ ম্যাচে ১৭ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। বড় ভূমিকা রেখেছেন কোপা ইতালিয়া জয়ে।
২০২৪ সালের অক্টোবরের পর আবারো ডাক পেয়েছেন মিলানের ২৫ বছর বয়সী ডিফেন্ডার মাত্তেও গাব্বিয়া। তবে ইতালির হয়ে এখনও অভিষেক হয়নি তার।
ইতালি স্কোয়াড
গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি), আলেক্স মেরেত (নাপোলি), গুলিয়েলমো ভিকারিও (টটেনহ্যাম)
ডিফেন্ডার: ফ্রান্সেস্কো আচেরবি (ইন্টার), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার), আলেসান্দ্রো বুয়ংজিওর্নো (নাপোলি), আন্দ্রেয়া ক্যমবিয়াসো (জুভেন্টাস), দিয়েগো কপ্পোলা (হেলাস ভেরোনা), জিওভান্নি দি লরেঞ্জো (নাপোলি), ফেদেরিকো দিমারকো (ইন্টার), মাত্তেও গাব্বিয়া (মিলান), ফেদেরিকো গাত্তি (জুভেন্টাস), ডেস্টিনি উডোগি (টটেনহ্যাম), দাভিদে জাপ্পাকোস্তা (আতালান্তা)
মিডফিল্ডার: নিকোলো বারেলা (ইন্টার), চেজারে কাসাদেই (তোরিনো), দাভিদে ফ্রাত্তেসি (ইন্টার), মানুয়েল লোকাতেল্লি (জুভেন্টাস), সামুয়েলে রিচ্চি (তোরিনো), নিকোলো রোভেলা (লাচিও), সান্দ্রো টোনালি (নিউক্যাসল),
ফরোয়ার্ড: মইসে কিন (ফিওরেন্তিনা), লরেঞ্জো লুক্কা (উডিনেজে), দানিয়েল মালদিনি (আতালান্তা), রিক্কার্দো অরসোলিনি (বোলোনিয়া), জাকোমো রাস্পাদোরি (নাপোলি), মাতেও রেতেগুই (আতালান্তা)