
আবুল কাশেম জামালপুর:-
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় প্রসাধনী ও হরিণের কস্তুরী আনার সময় একজনকে আটক করেছে জামালপুরের ৩৫ বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানাজায় গত
(৫ মে) সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাঘারচর ৩৫ বিজিপির বিওপির একটি টহল দল বাংলাদেশ ভারত সীমান্তের ১০৭৪/৯ নং পিলারের কাছাকাছি, দক্ষিণ মাখনেরচর নামক স্থান থেকে আব্দুল মতিন নামে এক যুবককে আটক করে। পরে দেহ তল্লাশি করে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, হরিণের ৬টি মৃগনাভি কস্তুরী, ৬ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আব্দুল মতিন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নতুন বেপারীপাড়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে বলে জানাযায়।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে,
উদ্ধারকৃত মালামাল সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। পরে ৩৫ বিজিবি সদস্যরা আটককৃত আব্দুল মতিনকে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, ৬ মে (মঙ্গলবার) আটককৃত আব্দুল মতিন এর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর জামালপুর জেলা জজ আদালতে পাঠালে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে জানান।