দেশবাসীর উদ্দেশ্যে রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতির ঈদ শুভেচ্ছা

শনিবার, মার্চ ২৯, ২০২৫

জাতির সংবাদ ডটকম ডেস্ক।।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমার প্রাণের রাজাপুরবাসী সহ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।আমার অন্তরের অন্তস্থল থেকে সবাইকে জানাই রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। সম্মানিত ভাই ও বোনেরা সুদীর্ঘ ১৮ বছর পর এবারের রমাদান পালন করছি শঙ্কাহীন এক স্বস্তিদায়ক পরিবেশের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ।তরুণদের হাত ধরে আসা এ পরিবর্তনের ফলে আমরা স্বপ্ন দেখছি বৈষম্যহীন বাংলাদেশের।পবিত্র ঈদুল ফিতর সেই ইনসাফ পূর্ণ সমাজের দিকে আমাদেরকে আরো অগ্রসর করবে ইনশাল্লাহ।ঈদ মুসলমানদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তির দিন।এ পুরস্কার নাজাত প্রাপ্তির পুরস্কার। জাহান্নাম থেকে মুক্তির পুরস্কার।শেষ বিচারের ময়দানে আল্লাহ আমাদের সকলকে সেই মহাপুরস্কার নসিব করুন। প্রিয় দেশবাসী, আমরা এমন এক সময় এবারের ঈদ উদযাপন করছি যখন গাজায় ইসরাইলের অন্যায্য হামলায় প্রাণ হারাচ্ছে অযুত বনি আদম। পাশাপাশি এ রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে।আসুন পারস্পারিক হিংসা-বিদ্বেষ দূরে ঠেলে শিশা-ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এক মানবিক পৃথিবী গড়ে তুলি, মানবিক বাংলাদেশ গড়ে তুলি এবং মানবিক রাজাপুর গড়ে তুলি।প্রিয় ভাই ও বোনেরা বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে ঈদ আমাদের সামনে এক মহান সুযোগ এনে দেয়,ঈদ ঐক্যের বার্তা দেয়। সকলের সাথে একাকার হওয়ার প্রেরণা যোগায়। ধনী গরিব উঁচু-নিচু ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয় ঈদ।এর মাধ্যমেই আমরা স্বপ্ন দেখি ন্যায় ইনসাফ পূর্ণ শোসনহীন আদর্শ সমাজ গঠনের। ঈদের শিক্ষা নিয়ে গোটা দেশবাসীর মত রাজাপুর ঝালকাঠির মানুষ ও ঐক্যের বন্ধনে অটুট থাকবে ইনশাল্লাহ। সমাজকে দিবে কল্যাণের বার্তা।আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজি, মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে উপহার দেই। সেই জন্য অন্যের সমালোচনা বাদ দিয়ে রাষ্ট্র, সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও সামাজ কল্যাণমূলক কাজে মনোযোগ দেই। তাহলেই আমরা এ দেশটাকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং ইনসাফপূর্ণ সমাজ ও দেশ হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ। রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের  ভাই -মোঃ আবু ইউসুফ সুমন। সভাপতি রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।