।। শাহানা আফরোজ ।।
বিকেল যদি দাঁড়িয়েই থাকে ঠাঁয়,
গোধূলি পেরিয়ে রাত্রি নামাই দায় ।
হাওয়াই মিঠাই মনটা উদাস হয়ে ভাবে
ঘনকালো রাত পেরিয়ে রাঙাভোর কেমনে হাসে ?
হাতছানি দেয় স্বপ্নগুলো, দেয় নাকো ঠিকানা
মরীচিকার পিছনে ছুটছি, মানুষ ? নাকি খেলনা ?
আশা জাগে, নিরাশার সুর ও বাজে, আজব দুনিয়া
একই বীনায় সহস্র সুর, তাল লয়ে তাক্ ধিনা ।
প্রতিদিন এই যে ছুটে চলা, দিনরাত্রি গড়াগড়ি
সুখের সন্ধানে অযুত নিযুত হাজারো অভিযাত্রী !
ক্ষণিকের তরে এতো আয়োজন, জানি চিরস্থায়ী নয়
আহা মানুষের বিলাসি মন ! কেন এত ব্যাকুল হয় ?