দ. কোরিয়ায় দমকলের হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

রবিবার, এপ্রিল ৬, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) দেশটির দায়েগু শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। পাহাড়ি এলাকায় আগুন নেভানোর কাজ করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর এএফপির।

এই দুর্ঘটনা এমন এক সময় ঘটল, যখন দেশটি গত মাসেই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছিল।

সরকারিভাবে প্রকাশিত তথ্য মতে, ওই দাবানলে ৩০ জন নিহত হয় এবং ৪৮ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।

এএফপি দেগু ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে। ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, শুধু পাইলট বহনকারী হেলিকপ্টারটি ‘অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে একটি অভিযানের সময় বিধ্বস্ত হয়’।

প্রতিবেদন অনুসারে, গত এক মাসে অগ্নিনির্বাপণ অভিযানে ব্যবহৃত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।

ইয়োনহাপ জানিয়েছে, রবিবারের অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে আনা হয়েছে, যা মার্চ মাসের দাবানল থেকে আলাদা।

গত মাসের দাবানল প্রবল বাতাস ও অতি দ্রুত শুষ্ক হয়ে যাওয়া পরিবেশের কারণে আরো ভয়াবহ রূপ নেয়। ওই অঞ্চলটিতে কয়েক মাস ধরেই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হচ্ছিল। এর আগে ২০২৪ সাল দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে রেকর্ড করা হয়।

ওই দাবানলে কয়েকটি ঐতিহাসিক স্থাপনাও ধ্বংস হয়ে যায়, যার মধ্যে রয়েছে ইওইসেওং এলাকায় সপ্তম শতকে নির্মিত বলে ধারণা করা গৌনসা মন্দির কমপ্লেক্স।