ধরা-ছোঁয়ার বাইরে

বুধবার, মার্চ ২৯, ২০২৩

         ।। রফিক লিটন ।।

তুমি থাকো ধরা-ছোঁয়ার বাইরে,
অনেক কিছুর দাবি বয়ে যাইরে।
ভালো-মন্দ দুটোই তোমার জানা
ভান ধরেছো—চক্ষু যেনো কানা।
প্রয়োজনে দূরে থাকার স্বভাব—
মানবতার বড়-ই আজ অভাব।
পরার্থতা ধুয়ে-মুছে মাচায়—
আপন জগত নিয়ে বন্দি খাঁচায়।
কী প্রয়োজন এমন জীবন-যাপন!
হাল ধরো আজ। বুকে ধরাও কাঁপন।
তুমি থাকো ধরা-ছোঁয়ার বাইরে
তবু বুকে একটুকু ঠাঁই চাইরে—।