নিজস্ব প্রতিবেদক।।
ধর্ম বিক্রি করে রাজনীতি করে না বিএনপি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয় সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, বিএনপি ধর্ম বিক্রির রাজনীতি করে না। বিএনপি কখনো ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। দলটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করছে এবং লোক দেখানো রাজনীতি বিএনপির চরিত্র নয় বলে জানান।
শুক্রবা (২১ নভেম্বর) দুপুরে রাজধানী কামরাঙ্গীরচর ৫৬নং ওয়ার্ডে জুমার নামাজ শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর নেওয়াজ আলী বলেন— সমাজের সব পেসার মানুষ কে অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি। তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। দল সবসময় তাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়।
পথ সভায় প্রধান বক্তা, বিএনপির ঢাকা -৭ আসনের মনোনীত প্রার্থী মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে। সাধারণ মানুষ যেনও সুরক্ষা নিশ্চিত করাও দলের অঙ্গীকার বলে মনে করেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্যৈষ্ঠ সদস্য আনোয়ার পারভেজ বাদল এর সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন যুগ্ন আহবায়ক মীর আশরাফ আলী আযম এসময় উপস্থিত ছিলেন আবদুল আজিজ সাবেক কমিশনার ২৩নং ওয়ার্ডের,মোতাহার হোসেন বাবুল সাবেক যুগ্ন আহবায়ক লালবাগ থানা বিএনপি, গোলাম সারওয়ার শামীম সাবেক সভাপতি ২৬নং ওয়ার্ড বিএনপি, মাইজুদ্দিন মাইজু সাবেক সাধারণ সম্পাদক ২৫ নং ওয়ার্ড বিএনপি, মোরশেদুর রহমান জনি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ২৬ নম্বর বিএনপি, ইকবাল হোসেন স্বপন সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক লালবাগ থানা যুবদল,গোলাম মোস্তফা পিয়ার সাবেক প্রচার সম্পাদক ২৩নং ওয়ার্ড বিএনপি হাজী রফিকুল ইসলাম রফিক লালবাগ থানা বিএনপি, আলামিন রানা সদস্য সচিব ২৪ নং ওয়ার্ড যুবদল, আরমান হোসেন বাদল সভাপতি আজিমপুর বটতলা ইউনিট ২৬ নং ওয়ার্ড, আলামিন রুবেল সাবেক আহ্বায়ক ২৪ নং ওয়ার্ড ছাত্রদল, আদনান আহাম্মেদ ইমন সভাপতি ২৪ নং ওয়ার্ড ছাত্রদল,ইয়াকিন হোসেন হৃদয় ২৫ নং ওয়ার্ড ছাত্রদল, সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মীর নেওয়াজ আলী নেওয়াজ –৭ আসন (লালবাগ চক বাজার -বংশাল কোতোয়ালী ও কামরাঙ্গীরচর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করবেন বলে তিনি জানান । এ আসনে এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করেনি।