
স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাসহ নারীর বিরুদ্ধে সকল সহিংসতার প্রতিবাদে সাপাহারে মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) সকাল ১০ টায় সাপাহারের সর্বস্তরের জনগণের উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।
আয়োজকদের পক্ষে মোহাম্মদ সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লেখক, চিন্তক ও সংগঠক মাহফুজ ফারুক, গুড ওয়ার্ক ফাউণ্ডেশনের মোঃ নাবিল হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. দেলওয়ার হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি মোঃ রিফাত হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে পাহাড়-সমতলসহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার নিশ্চিত করণ এবং প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন, ভুক্তভোগী ও সাক্ষীকে সব ধরনের সুরক্ষা প্রদানের জন্য ২০১১ সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করার দাবি জানান।
অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান বক্তারা।
প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে সাপাহারের সর্বস্তরের জনগণের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবক, বিভিন্ন পেশাজীবি জনসাধারণ উপস্থিত ছিলেন।