মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।
কুমিল্লার মনোহরগঞ্জে বাইশগাঁও ইউনিয়ন হাউরা গ্রামে হাউরা এতিমখানা ও লিল্লা বোডিংয়ে রোববার বিকেলে মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক সংসদ সদস্য কর্নেল অব. আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা। এসময় দোলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন এবং নেতা কর্মীদেরকে তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। তিনি বলেন আমি লাকসাম মনোহরগন্জের মেয়ে, লাকসাম মনোহরগন্জের মানুষের যে ভালোবাসা পেয়েছি আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই দলের হাই কমান্ড মাঠে জরিপ করে দেখুক কার জনপ্রিয়তা বেশি, কে মানুষের সুখে দুখে পাশে থাকবে, কে তাদের সুখ দুখের ভাগিদার হবে, দলের সুনাম অক্ষুন্ন রাখবে। সকল যাচাই বাচাই করে, নমিনেশন দিলে ইনশাআল্লাহ আমি লাকসাম মনোহরগন্জ নমিনেশন পাবো বলে বিশ্বাস করি। আর আমি নমিনেশন পেলে কুমিল্লা ৯ লাকসাম মনোহরগন্জে আসনে বি এন পি বিপুল ভোটে জয়লাভ করবে এবং এই আসন আমরা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবো। আর আমি জয়ী হলে কোন চাঁদাবাজ টেন্ডার বাজ অবৈধ কারবারির স্থান হবেনা। দলের সকল নেতা কর্মী গুনিজনদের সাথে নিয়ে এলাকার স্কুল কলেজ রাস্তা ঘাট, এবং উন্নয়ন মূলক কাজ একসাথে করবো। আর মনোনয়ন না পেলেও আমরা লাকসাম মনোহরগঞ্জের মাটি ও মানুষের জন্য কাজ করবো। সকল নেতা কর্মীদের পাশে থাকবো এবং লাকসাম মনোহরগন্জের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে যাবো। বিগত দিন আমার বাবা মরহুম কর্নেল আনোয়ারুল আজিম সাহেব নেতা কর্মীদের নিয়ে মাঠে কাজ করেছেন। লাঞ্ছিত বঞ্চিত মানুষের কথা বলেছেন তাদের পাশে ছিলেন কখনো অন্যায়ের মাথা নত করেনি। আমিও অন্যায়ের কাছে আপোষ করবো না ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হাই চেয়ারম্যান, যুবদল নেতা হুমায়ুন প্রমুখ।