স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার হাজারো বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধন শেষে শহীদ স্মৃতি স্তম্ভের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা ও সোজা, নিয়ামতপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ মন্জুরুল ইসলাম, সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও পোরশা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ গনি সদস্য মোঃ ইব্রাহিম হোসেন সহ পোরশা ও নিয়ামতপুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা বলেন, “দলের সৎ, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য আত্মঘাতী হবে।”
নেতাকর্মীরা দ্রুত প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, “নওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করা হোক।”
সূত্রে জানা যায়, ডা. ছালেক চৌধুরী ১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে বিএনপির মনোনয়নে নওগাঁ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। তৃণমূল পর্যায়ে তিনি ত্যাগী ও সংগঠক নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নওগাঁ-১ আসনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় ভিন্নমত দেখা দিয়েছে- ডা. ছালেক চৌধুরীর সমর্থকদের পুনর্বিবেচনার দাবি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূলের আপত্তি অব্যাহত থাকলে নওগাঁ-১ আসনে বিএনপির সাংগঠনিক ঐক্যে টান পড়তে পারে। স্থানীয় নেতাকর্মীদের মতে, “ডা. ছালেক চৌধুরীর মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে প্রার্থী করা হলে বিএনপি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।”এবং তুমুল প্রতিযোগিতার মধ্যে দিয়ে আসনটিতে বিজয় লাভ করা সম্ভব হবে।