মোঃ মোহন আলী।। আজ ৫ ই আগস্ট ২০২৪ গণভবনের সামনে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণসহ তাদের বিজয় মিছিল এবং আনন্দ উল্লাস করছে।২০২৪ এর কোটা সংস্কার আন্দোলন হলো বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থার সরকারের দাবিতে সংঘটিত একটি আন্দোলন।২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পরপরই এই আন্দোলন শুরু হয়। দীর্ঘ একমাস আন্দোলনের পরে আজ সফল হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা । এই আন্দোলনকে ঘিরে বাংলাদেশে নানা রকমের কৌতুহল হয়েছে। কিছু সংখ্যক লোক এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং প্রতিবাদও করেছেন। সমস্ত বাঁধাকে উপেক্ষা করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে গেছেন। এই আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে, গ্রেফতার হয়েছে এবং রিমান্ডের নাম করে শিক্ষার্থীদেরকে নানাভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়ছে। শত শত শিক্ষার্থী এবং সাধারণ জনগণের রক্তের বিনিময়ে আজ তাদের আন্দোলন সফল হয়েছে।