নতুন কোন ফ্যাসীবাদী শক্তি দেখতে চাই না : ন্যাপ মহাসচিব

শনিবার, আগস্ট ২৩, ২০২৫

জাতির সংবাদ ডটকম।। 

জুলাই বিপ্লবের পরে জনগণ যাদের ক্ষমতায় বসিয়েছিল অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারাও আজ ফ্যাসিবাদের সঙ্গে আপস করার চেষ্টা করছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশকে ফ্যাসীবাদের কবল থেকে পরিপূর্ণ মুক্ত করতে হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। আর নতুন কোন ফ্যাসীবাদী শক্তি দেখতে চাই না। সংস্কার, বিচার না করেই এবং জুলাই ঘোষণা ও সনদ বাস্তবায়ন না করেই যারা নির্বাচন চায় তারা মূলত ফ্যাসিবাদ কায়েম করতে চায়। রাজনীতির এই সময়ে শফিকুল গানি স্বপনের মত মেধাবী ও দৃঢ় চেতনা সম্পন্ন নেতার বড়ই প্রয়োজন ছিল।

শনিবার (২৩ আগস্ট) নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সুন্দরখাতায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপনের ১৬তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ কতৃখ মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পন, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, পেশীশক্তি, কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সকলের। এজন্য নির্বাচনের পূর্বেই প্রয়োজনীয় সংস্কার অত্যান্ত জরুরি। জনআকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ বাস্তবায়ন ও সনদকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে হবে। কার্যকর সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তা জরুরি। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্য আবারো অসহনীয় হয়ে উঠছে। জননিরাপত্তা নিশ্চিত ও জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ন্যাপ মহাসচিব আরো বলেন, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে শফিকুল গানি স্বপনের অবদান অনুকরণীয় হয়ে থাকবে। স্বপন গণতন্ত্র ও মেহনতি মানুষের মুক্তির লড়াইয়ে নিজেকে যুক্ত রেখেছিলেন। আজীবন সমাজ পরিবর্তনের লক্ষ্যে আধুনিক, সামাজিক ন্যায় বিচার ও কল্যাণমূলক বাংলাদেশ গড়ার সংগ্রাম করে গেছেন।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এই ঘোষণাপত্র ছাত্র-জনতার আকাঙ্ক্ষার একটি অসম্পূর্ণ প্রতিচ্ছবি, যা সমৃদ্ধ ও সর্বজনীন হতে পারেনি এবং একই সঙ্গে যা ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়নকে অনিশ্চিত করে তুলেছে। ৫ আগস্টের পর অনেকেই নিজেদের স্বার্থের লোভে অন্ধ হয়ে গেছেন। টেন্ডার- ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে পার পাওয়ার চেষ্টা করা দুরাশা মাত্র। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার মতো। এমন পরিস্থিতিতে জননেতা শফিকুল গানি স্বপনের মত মেধাবী ও দেশপ্রেমিক নেতৃত্বের বড়ই প্রয়োজন ছিল।

বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন ডিমলা উপজেলা উপদেষ্টা আবদুর রহমান, ওয়াহিদুর রহমান, সাবেক সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলাব, সদস্য মো. আমিনুল ইসলাম লাজু, লুৎফর রহমান, শাহ আলম, ডোমার উপজেলা সমন্বয়কারী জগবন্ধু রায়, ফিরোজ পারভেজ উজ্জ্বল প্রমুখ।