নয়া দিগন্তের সাংবাদিক সৈয়দ মাসুদের ইন্তেকালে শোক ও মুরাদনগরে সাংবাদিকের উপর হামলার নিন্দা

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।
দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি সংবাদদাতা সৈয়দ মাসুদ ইন্তেকাল করায় শোক জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন-বিআরজেএ এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। ( (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। একই সাথে কুমিল্লা মুরাদনগর এলাকায় সাবেক সংসদ সদস্য কায়কোবাদ ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমার্থকদের মধ্যে সংঘর্ষের সময়ে সাংবাদিকদের উপর হামলার তিব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

আজ ৩১ জুলাই সংগঠন যৌথ বিবৃতিতে সাংবাদিক মাসুদ এর জন্য শোক ও কুমিল্লার হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব শোক বার্তায় বলেন, সৈয়দ মো: মাসুদ ছিলেন একজন সৎ ও ন্যায় পরায়ন সাংবাদিক ও শিক্ষানুরাগী। তিনি দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ির সংবাদদাতা ও ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
গত কয়েকদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভূগছিলেন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ফটিকছড়ি সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এদিকে কুমিল্লা মুরাদনগরে সাবেক সংসদ সদস্য কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমার্থকদের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমার্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংঘর্ষে সংবাদ কর্মীদের উপর হামলার প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সংগঠনের নেতারা।তারা বলেন, কায়কোবাদের সমার্থকদের সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমার্থকদের সংঘর্ষে অনেক সাংবাদিক ও পুলিশ আহত হয়েছেন। উভয় পক্ষের সংঘর্ষের সময়ে সাংবাদিকদের উপর হামলা পরিকল্পিত। সংবাদ সংগ্রহ-কালে উদ্দেশ্য-মূলক সাংবাদিকদের উপর দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সরাসরি হামলা করে পুলিশসহ ৭ জন সংবাদ কর্মীকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, আমরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সংগঠনের নেতারা বলেন, অতিদ্রুত কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে।