জাতির সংবাদ ডটকম।।
নাগরিক দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আজ সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ঢাকা-১০ আসনের মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।
এ সময় প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ঢাকা-১০ নির্বাচনী এলাকা তথা ধানমণ্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ অঞ্চলের সাধারণ নাগরিকেরা দীর্ঘদিন ধরে নানান নাগরিক সমস্যায় ভুগছেন। এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে স্মারকলিপিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত মূল দাবিগুলো হলো:
১️.গুরুত্বপূর্ণ ও ছিনতাইপ্রবণ স্থানে নতুন সিসিটিভি ক্যামেরা ও ল্যাম্পপোস্ট স্থাপন এবং নষ্ট হয়ে যাওয়া ক্যামেরা ও ল্যাম্পপোস্ট দ্রুত মেরামত করা।
২.ইজারা দেওয়া মাঠগুলো স্থানীয় শিশু-কিশোরদের জন্য সপ্তাহে অন্তত দু’দিন উন্মুক্ত রাখা, যাতে তারা শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পায়।
৩️. ডেংগু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, প্রশাসনিক জবাবদিহিতা ও কার্যকর উদ্যোগ গ্রহণ।
৪️. ধানমণ্ডি-১০ এলাকায় একটি সরকারি হাসপাতাল স্থাপন এবং বেসরকারি হাসপাতালগুলোর মান নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা।
৫️.বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা ও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান গ্রহণ করা। বিশেষভাবে ধানমণ্ডি ৩১ নম্বর বর্জ্য ট্রানজিট ২-এর আশপাশের দুর্গন্ধ ও রোগের বিস্তার রোধে ব্যবস্থা নেওয়া।
৬️. হাজারীবাগ ট্যানারি ও আশপাশের এলাকায় উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।
৭️. বর্ষাকালে জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নাগরিক নিরাপত্তার জন্য খোলা ম্যানহোল ঢেকে দেওয়া।
৮️. ধানমণ্ডি লেক ও আশপাশের এলাকায় সবুজ বনায়ন বৃদ্ধি ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা।
স্মারকলিপি প্রদানের সময় এবি পার্টির নেতৃবৃন্দ বিদ্যুৎ, জ্বালানী ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক স্থপতি মো: আবুল কালাম মাহমুদ সরকার (তানভীর),শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইমরান মাহমুদ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বিশ্বাস করে, প্রশাসনের দ্রুত পদক্ষেপই নাগরিক জীবনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সক্ষম হবে।