নারী ভোগ্য পণ্য নয়

সোমবার, জুলাই ২৪, ২০২৩

 

।।  মুনমুন দাস ।।

 

সেদিন শরীর জুড়ে কাঁপন

জ্বর টা এসেছে বিস্তর , নিস্তার ছিলনা,,,

পুরুষের উদ্দাম ভালোবাসাহীন হিংস্রতা, সর্ব অঙ্গ জুড়ে বেদনার ছাপ

জ্বলছে মানবী,,,, রক্তক্ষরন শরীরের বিভঙ্গে,

স্পর্শ করতে পারে না মন, পুরুষের নখ দাঁত আঁচড়ে স্বপ্ন ভেঙেছে বহুবার,

বহুরাত পাড় হয়ে গেছে

শক্ত হয়েছে মন ,

বলা হয়নি কোনো কালেই অতীত থেকে বর্তমান,,,,,

নারী ভোগ্যপণ্য নয়,,,,

নারী স্নেহময়ী মা সন্তানের সকল রাস্তার ক্লেদ বহন করেন অসীম মমতায়,

রান্নাঘরের বাষ্প জ্বালায় জ্বালানি হন উনুনের তাপে, স্নেহভরে চোখে চেয়ে থাকেন সন্তানের তৃপ্তির গ্রসাচ্ছাদন ,

নারী ভোগ্যপণ্য নন।

 

শরতের পেজা তুলোর মেঘে সারদোলক্ষ্মী রূপে তার আগোমন

মাতৃ সরুপা মৃন্ময়ী মা চিন্ময়ী হন,পদ্মঘন জলে , শিউলী মাখা রোদে।

নারী ভোগ্যপণ্য নয়,,,