নিজস্ব প্রতিনিধি।।
নিখোঁজের এক দিন পার হলেও খোঁজ মেলেনি নসরতপুর গ্রামের ১ নং ওয়ার্ড, থানাঃ- লাকসাম, জেলাঃ- কুমিল্লা, মোঃ মিনহাজ বয়স আনুমানিক (১০) নামে এক মাদরাসা ছাত্রের। ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায় তার বাবা-মা।
পারিবারিক সূত্রে জানা যায়, নিজবাড়ি হইতে সকাল ৮.০০ ঘটিকায় মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। এরপর সে আর মাদ্রাসায় যায়নি। আত্মীয় – স্বজন ও পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে কোথাও যায়নি।
পারিবারিক সূত্রে আরো জানা যায়, উপজেলার নসরতপুর আল-আকসা ইসলামিয়া মাদ্রাসা হেফজ বিভাগ লেখাপড়া করে, গত ১১ জানুয়ারি পরিবারের বড় ছেলে মোঃ মিনহাজ মাদ্রাসা উদ্দেশ্যে বের হয় এরপর মাদ্রাসায় আর যায়নি। মোঃ মিনহাজের পিতাঃ সুমন মিয়া, মাতাঃ মোছাম্মদ শেফালী তারা ছেলের সন্ধান চেয়ে দেশ বাসির সহযোগিতা এবং দোয়া কামনা করেন। তাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বরঃ- ০১৭৩৯২২৯৫৫৭