নিজেকেতো হীরার চেয়েও মূল্যবান ভাবাই যায়

মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩

 

।। শারমিন সুলতানা সাথী ।।

গুরুত্বটা আপেক্ষিক হলেও তাঁর উপলব্ধি জীবনকে আনন্দোলিত করতে সাহায্য করে। হীরার কাছাকাছি যদি কাঁচকে রাখা হয় তবে কাঁচকে মানুষ হীরা ভাবতেই পারে, কিন্তু সেটা সজ্ঞানে না,, সেটা ভুল করে…। ব্যাপারটা যদিও হাস্যকর তারপরও সেই কাঁচকি কখনও হীরার জায়গাটা নিতে পারে???। আরে ভাই,, নিজেকেতো হীরার চেয়েও মূল্যবান ভাবাই যায়, এটা দোষের কিছুনা। একান্তভাবনাতে নিজেকে প্রধানমন্ত্রী ভাবাটাও মনে হয় দোষের কিছুনা। তবে নিজে নিজে ভাবলেইতো আর হবেনা,,, মানুষকে মূল্যায়ন করতে হয় তাঁর ব্যবহার এবং সৎ চিন্তা দিয়ে। মনের ভিতর পৃথিবীর যত খারাপ জিনিস বহন করে উপরে সাধু সাধু বললেই কি পৃথিবী আপনাকে সাধু হিসেবে মেনে নিবে??? কি মনে হয় আপনার??।

আমিতো আমাকে ভালোই বলবো, কিন্তু সেই ভালো বলাটা অবশ্যই কাউকে দোষারোপ করে নয় বা মনে মনে কাউকে হিংসা করে নয়।। একটা জিনিস মাথায় রাখা উচিত কারও কান ভাঙ্গিয়ে নিজেকে ভালো বলে একমাত্র মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরা। তাঁর সামনে অন্য কাউকে কেউ ভালো বলুক এটা যিনি সহ্য করতে যখন পারেননা, তখন তাঁর হিংসাত্মক মনোভাব তাঁকেই সারাক্ষণ পেরেশানিতে রাখে। এর থেকে বড় শাস্তি পৃথিবীর আর কি হতে পারে???

ভালো থাকবেন সবাই,, নিজেকে যত্নে রাখবেন..।