নিজস্ব প্রতিবেদক: সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা দেশের শান্তি চাই।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (পূর্বাচল ৩০০ ফিট) সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘রাব্বুল আলামীনের দরবারে হাজারো, লাখ, কোটি শুকরিয়া আদায় করছি। তার দয়ায় আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। আমাদের মাতৃভূমি লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ৭৫ সালে সিপাহি বিপ্লবের মাধ্যমে আধিপত্যের হাত থেকে রক্ষা পেয়েছিল। ৯০-এর গণআন্দোলনের মাধ্যমে… কিন্তু তারপরও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। ১৯৭১ সালে যেভাবে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তেমিনভাবে ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।’
বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘প্রিয় ভাই বোনেরা আজকে দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। তারা যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজকে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এখানে যেমন পাহাড়ি মানুষ আছে, তেমনি আছে সমতলের মানুষ। সবাই তার অধিকার ফিরে পাবে।’
তিনি বলেন, ‘এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এ ছাড়া কয়েক কোটি কৃষক-শ্রমিক রয়েছে। এই মানুষগুলোর রাষ্ট্রের কাছে আকাঙ্ক্ষা আছে। আজ আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে এই লাখো, কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব।’
এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘আই হ্যাভ এ প্লান। ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দেশের মানুষের উন্নয়নের জন্য।’
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।