নির্বাচন কমিশন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে – ইসলামী আন্দোলন বাংলাদেশ

শুক্রবার, জুন ১৬, ২০২৩

 

নুরুল আলম,মিরসরাই (চট্টগ্রাম) 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহা. ফয়জুল করীম এর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মিরসরাই মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সিইসির পদত্যাগ দাবীতে ১৬ জুন, শুক্রবার আছর নামাযের পর মিরসরাই উপজেলা মডেল মসজিদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে মিরসরাই সরকারী পাইলট হাইস্কুল চত্বরে এসে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

মীরসরাই উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মির্জা আরিফ মাইনুদ্দীন জানান,

ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মাওলানা রিদওয়ানুল হক এর সভাপতিত্বে মুহাম্মদ হাফেজ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন বরিশাল সিটি নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই দলদাস ও মাজাভাঙ্গা কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়।

নির্বাচন কমিশন একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারেন নি। নির্বাচন কমিশন ভোট চোরদের সহযোগিতার জন্যই নিরাপত্তা দেননি।

সিইসি তার বক্তব্যে বলেছেন, ‘হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন?’ এ ধরনের বক্তব্য দিয়ে তিনি দলদাসে পরিণত হয়েছেন। তার বক্তব্যের সাথে আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোন পার্থক্য নেই। এই দলদাস ও গৃহপালিত ইসি’র এক মুহুর্তও কমিশনের মত একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার অধিকার নেই। ভালোই ভালোই পদত্যাগ না করলে জনগণের আন্দোলনে বিদায় জানানো হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, একজন মেয়র প্রার্থীর রক্ত ঝরিয়ে, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করে এবং ভোটারদের উপর হামলার ঘটনা ঘটিয়ে নৌকার বিজয় করা মানে আওয়ামী লীগের দৈণ্যদশা জাহির করা। সরকার দলীয় দস্যু দিয়ে ক্ষমতায় টিতে থাকতে পারবেনা।

নির্বাচন কমিশন একজন মেয়র প্রার্থী আলেমকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে তার নির্লজ্জ চেহারা উন্মোচন করেছে। নেতৃবন্দ মুফতী ফয়জুল করীমসহ ভোটারদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে নির্বাচন কমিশনেরও পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,চট্টগ্রাম জেলা পশ্চিম এর সভাপতি, মুফতি মহিউদ্দিন আকবর আলী জাতীয়,ওলামা মশায়েখ আইম্মা পরিষদের চট্টগ্রাম জেলা পশ্চিম এর সভাপতি মাওলানা ক্বারী ইব্রাহিম খলিল,যুবনেতা মাওলানা ফয়জুল কবীর পারভেজ, দ্বীনি সংগঠনের পশ্চিম জেলার সদর মাওলানা ইব্রাহিম খলিল,আব্দুল মন্নান মুন্না,শাহীন আহমাদ রাজু,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম জেলা পশ্চিম এর সভাপতি,ছাত্রনেতা মাওলানা আহমদ জাবের সহ প্রমুখ নেতৃবৃন্দ।