
মোঃ মোহন আলী।।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে পল্টন আল রাজী কমপ্লেক্স এর সম্মুখে আমার দেশ আমার অধিকার পার্টি কতৃক এক মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনকিলাব পার্টির আহ্বায়ক আহম্মেদ শাকিল।
আহম্মেদ শাকিল বলেন জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা ভোট ডাকাত ফ্যাসিস্ট আওয়ামী লীগ কে চিরতরে উৎখাত করেছি। ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর জনগণের ভোটাধিকার হরন করেছে। আজ তারা পালিয়েছে। জুলাই গনঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে ২০২৬ নির্বাচন এর সময় ঘোষণা করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা কেউ পি আর পদ্ধতি তে নির্বাচন চায়, আহম্মেদ শাকিল প্রশ্ন রাখেন যে পি আর পদ্ধতি নির্বাচন এর মধ্য দিয়ে কি তারা সরকার গঠন করতে পারবে?
আহম্মেদ শাকিল জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিনের পাটোয়ারী মন্তব্য নিয়ে বলেন জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম জন আকাঙ্ক্ষা হলো সুষ্ঠু, গ্রহনযোগ্য, গণতান্ত্রিক নির্বাচন । নির্বাচন নিয়ে যে কোন ষড়যন্ত্র জনগণ কে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি।
আহম্মেদ শাকিল অন্তর্বর্তীকালীন সরকার এর তিব্র সমালোচনা করে বলেন যে তারা রাষ্ট্রের সম্পদ রক্ষা, দুর্নীতি, চাঁদাবাজি, ও আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।
আহম্মেদ শাকিল আরো বলেন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা ও কর্তব্য পালন করতে আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন শেখ সাখাওয়াত তানজিম, তিনি বলেন জামাত, চরমোনাই ও এনসিপি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত নির্বাচন এর সময় ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে ব্যাস্ত।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইন্জিনিয়ার গিয়াস, গণঅধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ প্রমুখ।