নোবিপ্রবি শিক্ষা বিভাগের ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫

 

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নেবিপ্রবি) শিক্ষা বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ‘এডুকেটাম ৩.০’ শিরোনামে নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কিছু অপ্রাপ্তি থাকা সত্ত্বেও আজ আপনারা এ বিভাগ থেকে গ্র্যাজুয়েট হিসেবে বের হচ্ছেন। এটা অনেক আনন্দের। কর্মজীবনে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা দ্বারা জীবনকে সার্থক করে তুলবেন এ প্রত্যাশা করছি। চব্বিশের বিপ্লব হয়েছিল একটি বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। আমাদের প্রত্যাশা থাকবে আপনারাও একটি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যার যার অবস্থান থেকে কাজ করবেন।

শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়ালিউর রহমান আকন্দ। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী কাওসার আহমেদ ও ১৫তম ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী আরাফাত উল্লাহ এবং নুসরাত জাহান হ্যাপি। পরে ১৫তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থী, বিভাগের শিক্ষক এবং সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানেড় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।