
জাতির সংবাদ ডটকম।।
নোয়াখালীর বিভিন্ন কলেজ, মাদ্রাসাসহ ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। এদিকে ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতারা। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজ, চৌমুহনী এস এ কলেজ, কবিরহাট সরকারি কলেজ, সরকারি মুজিব কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন পদবঞ্চিত নেতারা।
এর আগে গতকাল রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে এ কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠানগুলোতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিক্ষোভকারী ছাত্রদল নেতারা জানান, গত ১৭ বছর যাঁরা আন্দোলন–সংগ্রামে মাঠে ছিলেন, আওয়ামী শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছিলেন, তাঁদের বাদ দিয়ে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। যা অর্থের বিনিময়ে পকেট কমিটি দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, কিশোর গ্যাং, অছাত্র ও বিবাহিত ব্যক্তিদের দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
পদবঞ্চিত নেতারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি প্রত্যাখ্যান করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিক্ষুব্ধরা।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতা–কর্মীরা বলেন, ঘোষিত ছাত্রদলের কমিটিতে মূল্যায়ন পায়নি রাজনীতির সঙ্গে জড়িত ত্যাগীরা। বরং কমিটিতে স্থান পেয়েছেন কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ীরা। অতি দ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিক্ষুব্ধরা। ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্রদের দিয়ে কমিটি দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরের সন্তান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা করেন তাঁরা।
পদবঞ্চিত নেতারা আরও বলেন, ‘স্থানীয় নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের ভুল তথ্য দেওয়ায় অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। কারও পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি নয়, আমরা যোগ্যদের দিয়ে কমিটি চাই। এসব কমিটি অতি দ্রুত বাতিল করতে হবে।
এদিকে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই কমিটিগুলো থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। সরকারি মুজিব কলেজ ছাত্রদলের কমিটির সহসভাপতি মারুফ হাসান রিফাত, সহসভাপতি তানভীর হোসেন ফুয়াদ, কাজী এলাহী, সহসাংগঠনিক সম্পাদক হৃদয় মজুমদার ও বামনী ডিগ্রি কলেজের প্রচার সম্পাদক ইয়াজ উদ্দিন সাকিব পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।