
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাসিক সভায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রির্টানিং মাইগ্রেন্টস ( প্রত্যাশা২) প্রকল্প ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের
কাজ নিয়ে আলোচনা সদর উপজেলার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভা সভাপতিত্ব করেন জেলা এম আর সি কডিনেটর মোঃ ইমাম উদ্দিন সঞ্চালনায় থাকেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর বাসেদ
উক্ত সভা উপস্থিত ব্র্যাক মাইগ্রেশনে প্রোগ্রামের রির্টানিং চিহ্নিত করন প্রোফাইলিং উঠান বৈঠক কর্ম এলাকা নোয়াখালী সদর উপজেলার আট টি কর্ম এলাকা নিয়ে ইউরোপ ফেরত ও সকল দেশ থেকে ফেরত নারীদেরকে কাজ
করছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার মোঃ ফজলুর হক রুবেলের সাথে মতবিনিময় করেন অন্য সদস্যরা।
সভা সবার শেষে প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করেন সবার সভাপতি।