নোয়াখালী সুর্বনচরে ভাই বোনের মারামারি আহত ৩

সোমবার, নভেম্বর ৪, ২০২৪

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সুর্বনচর উপজেলার চর জুবিলী ইউনিয়ন এর মৃত হাজী সিদ্দিক উল্ল্যাহ পুত্র সাইফুল ইসলাম তার ছোট বোন নাজমুল নাহার ও সাইফুল ইসলামের স্ত্রীর উপর সাইফুল ইসলামের বড় ভাই ফয়েজ আহমেদ নেতৃত্বে পৈতৃক সম্পত্তির বিবাদ নিয়ে ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে লাঠি নিয়ে মারামারি সৃষ্টি হয় বড় ভাই ফয়েজ তার দলবল নিয়ে তেড়ে এসে সাইফুল ইসলামের জায়গায় ঘর নির্মানে বাধা প্রদান করে এতেই মারামারির সূত্রপাত এতে উভয় পক্ষই আহত হয়।

এলাকার বাসির সূত্রে জানা যায় সাইফুল ইসলাম লেবার নিয়ে তার দখলীয় জায়গায় ঘর নির্মান শুরু করলে প্রথমে এসে তার বড় ভাই ফয়েজের স্ত্রী বাধা দেয় ও ফয়েজকে ডেকে আনার পর তিনিও তার দলবল নিয়ে বাধা দেয় ও অতর্কিত হামলা চালায় এতে সাইফুল ইসলাম ও তার ছোট বোন গুরুতর আহত হয় তাদের চর জব্বর হসপিটালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এতে অবস্থা উন্নতি না হওয়ায় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় ঘটনা স্থলে চর জব্বার থানার পুলিশ এসে বিষয় টি তদন্ত করে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন।