জাতির সংবাদ ডটকম।।
সোমবার ২৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে নৌপরিবহন মন্ত্রনালয়ের অধীনে BIWTA চতুর্থ শ্রেনীর ৭৩ টির লস্কর পদে ফলাফলের দাবিতে মানববন্ধনে এই দাবি জানান।
মানববন্ধনে মোহাম্মদ মাসুদ রানা বলেন,
২০২২ সালে ২৯শে মার্চ নৌপরিবহন মন্ত্রনালয়ের অধীনে BIWTA চতুর্থ শ্রেনীর ৭৩ টির লস্কর পদসহ ২৪ ক্যাটাগরি ৩৬৩ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এবং যথাযথ ২৩ ক্যাটাগরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।কিন্তু ঝুঁলে আছে ১টি ক্যাটগরি লস্কর পদ যেটির পদসংখ্যা ছিল ৭৩ টি।
তিনি বলেন,লিখিত পরীক্ষা ২০২২ সালে ১৪ অক্টোবর সালে অনুষ্ঠিত হয় এবং ২০২২ সালে ১৫ অক্টোবর সালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষার উত্তীর্ণ হয় ৩০৩ জন এবং ২০২২ থেকে ২০২৩ পযর্ন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুঃখজনক হলো যে আজও চূড়ান্ত মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় নাই।
তিনি আরো বলেন,এরই প্রেক্ষিতে আমরা কর্তৃপক্ষের বরাবর গতবছর ১৩ আগষ্ট স্মারকলিপি প্রদান করি।
কিন্তু কতৃপক্ষের নিকট থেকে সঠিক উত্তর আজও পাইনি। এরফলে আবার গত ৬ আগষ্ট দ্বিতীয় বার স্মারকলিপি দেওয়া হয় এবং BIWTA এর চেয়ারমান স্যারের সাথে দেখা করি কিন্তু তিনিও সঠিক উত্তর দিতে পারেন নাই।
তাদের দাবি সমুহ :-
১/,বিজ্ঞপ্তি নং-০২/২২ লস্কর পদের মৌখিক পরীক্ষা চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।
২/শিক্ষার্থীরা বিআইডব্লিউটি এর অফিসে স্মারকলিপি দেওয়ার জন্য গেলে ওয়াকিল নেওয়াজ এবং রফিকুল ইসলাম তালুকদার স্বরলিপি গ্রহণ করেননি বরঞ্চ শিক্ষার্থীদের সাথে স দুর্ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দেয় যার কারনে শিক্ষার্থীরা ওয়াকিন নাওয়াজ এবং রফিকুল ইসলাম তালুকদারকে অপসারণের দাবি জানান
৩/ দ্রুত ফলাফল চাই,, যাতে করে ৭৩ টি বেকার ছেলের কর্মসংস্থান ব্যবস্থা হয় এবং ৭৩ টা ফ্যামিলি স্বচ্ছলভাবে জীবন যাপন করতে পারে।
উক্ত মানববন্ধন উপস্থিত ছিলেন, মোহাম্মদ মাসুদ রানা, মিদুল, শাহজালাল, মোঃ মাসুদ, রাব্বি , রবিউল, আশরাফুল সহ অন্যান্য ভুক্তভোগীরা।