
জাতির সংবাদ ডটকম।।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সাংগঠনিক সম্পাদক মিতা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের সন্তোষে ন্যাপ’র প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়াত করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় মজলুম জননেতা মাজারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল আলম শাহীন, উপ-প্রচার সম্পাদক রবিউল আওয়াল কনক, টাঙ্গাইর জেলা নেতা আবদুস সোবহান, আকিলুর রহমান, সানজিদা রহমান, আখলিমা বেগম-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মিতা রহমান বলেন, ‘মওলানা ভাসানী ও বাংলাদেশ, কাউকে আলাদা করা যাবে না। একর অপরের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। যারা মওলানা ভাসানীকে অস্বীকার করতে চায় বরং তারা বাংলাদেশকেই অস্বীকার করতে চায়।’
তিনি বলেন, ‘দেশে অরাজকতা চলছে। চারদিকে চাঁদাবাজি আর লুট চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নয়ন ঘটছে না। আর সরকার নানা ধরণের দেশবিরোধী চুক্তি করে চলেছে। যার ফলশ্রুতিতে দেশ ধীরে ধীরে সাম্রাজ্যবাদের খপ্পরে পরে যাচ্ছে। এই মুহুর্তে মওলানা ভাসানীর সাম্রাজ্যবাদী সংগ্রাম আমাদের পথ দেখাবে।’