“পতিত” আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে : আমিনুল হক 

শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

জাতির সংবাদ ডটকম।।

গত ১৭ বছরে “পতিত” আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক।

 

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুমা

মিরপুর ১১ নম্বর বানিয়াবাধে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

 

তিনি বলেন,ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তার এ স্বৈরাচারী শাসনে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে,রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ধ্বংস করেছে,রাষ্ট্রের প্রত্যকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।বিচার বিভাগ থেকে শুরু করে দেশের প্রশাসনিক ব্যবস্হায় তারা দলীয়ও রাজনীতিকরণ করেছে,শেয়ার বাজার লুটপাট,ব্যাংক ডাকাতি, রাষ্ট্রের সম্পদ লুটপাট,ভোট জালিয়াতি ও তারা করেছে।

 

আওয়ামী “পতিত” সরকারের রেখে যাওয়া সেই ধ্বংসস্তুপ হওয়া প্রতিষ্ঠান গুলোর কথা উল্লেখ করে আমিনুল হক বলেন,পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশের প্রত্যকটি প্রতিষ্ঠানকে নতুনভাবে ঢেলে সাজাতে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।

 

তিনি বলেন,বিএনপি শুধু মেহমানদারিই নয়,গত ১৭ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক কার্যক্রম করে আসছে। দেশে যেকোন ক্লান্তি লগ্নে যেমন-কারোনা কালীন কঠিন সময়ে,বন্যাত্বদের সহায়তা এবং দেশের মহামারীর সময়ে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্ব কাজ করেছে এবং মানুষের পাশে এসে দাড়িয়েছে।

 

তিনি আরও বলেন,গত ১৭ বছরে আওয়ামী লীগ কখনও জনগণের কাছে যাননি ; কারন তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা সার্বক্ষণিক দূর্নীতিও লুটপাটে ব্যস্ত ছিল,তারা শুধু বাংলাদেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করে বেড়িয়েছে।

 

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন,পল্লবী থানা বিএনপি আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,মুকছেদুর রহমান আবির, মোতালেব হোসেন হাওলাদার,পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম,ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোঃ মনিরুজ্জামান মনির,পল্লবী থানা

৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া,সিনিয়র সহসভাপতি আলীম মিরাজ,সাধারণ সম্পাদক আসলাম গাজী,শহিদুল ইসলাম চানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এরআগে মিরপুর ১১ নম্বর বানিয়াবাধে হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মৃত ব্যক্তিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত লাশের হিমঘর ও গোসল খানার স্হান উদ্বোধন করেন তিনি।

 

###