
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক চলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কার্যালয়ে তাদের মধ্যে এই আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন পিটার হাস।
হাস বর্তমানে অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তবে পররাষ্ট্রসচিব ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টার সাক্ষাতে আলোচনার বিষয়ে কোনো তথ্য এখনো জানা সম্ভব হয়নি।
বুধবার কক্সবাজার ও মহেশখালী যান পিটার হাস। সেখানে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টার দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে বাংলাদেশে আসেন পিটার। তবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময়ে বেশ আলোচিত হন তিনি। সেই প্রেক্ষাপটে এখনো পিটারকে ঘিরে অনেকের দৃষ্টি থাকে, আলোচনা হয়।
ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি ঢাকায় দায়িত্ব পালন করেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান পিটার হাস। পরে তিনি অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে যোগ দেন।