পরিচালকের কাঁধে মাথা রেখে কাঁদলেন নায়িকা কৌশানি মুখার্জি

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বিনোদন ডেস্কঃ বড়দিনে বক্স অফিসে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ‘সন্তান’ সিনেমা। এসময় হলে সিনেমা দেখতে এক ঝাঁক তারকাদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জি । উপস্থিত চিত্রগ্রাহকদের আবদারে এক সঙ্গে ছবি তোলেন।

অনুরাগীদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতেও দেখা যায় তাদের। সিনেমা দেখে বের হওয়ার পরে রাজের সঙ্গে দেখা হলে নিজেকে আর ধরে রাখতে পারেননি কৌশানি, কান্নায় ভেঙে পড়েন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজের ‘সন্তান’ সিনেমা দেখে কান্নায় ভেঙে পড়েন কৌশানি। এসময় রাজের কাঁধে মাথা রাখা প্রেমিকার হাত আঁকড়ে ছিলেন বনি। সাংবাদিকদের অনুরোধ করছিলেন ছবি তোলা থেকে বিরত থাকতে।

গেল শুক্রবার মুক্তি পেয়েছে ‘সন্তান’। এক ঝাঁক তারকাদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বনি, কৌশানীও। উপস্থিত চিত্রগ্রাহকদের আবদারে এক সঙ্গে ছবি তোলেন। অনুরাগীদের সঙ্গে হাসিমুখে সেলফি তুলতেও দেখা যায় তাদের।

কালো সিক্যুইনের ঝলমলে পোশাকে অপূর্ব দেখাচ্ছিল বড় পর্দার ‘ঝিমলি’কে। ছবি দেখতে যাওয়ার আগে রাজের সঙ্গে ‘সন্তান’ নিয়ে নানা কথা বলেছেন। ছবি দেখে বেরনোর পর তার ভিন্ন রূপ। আবারও রাজের মুখোমুখি তিনি। তখনই নিজেকে আর সামলাতে পারেননি কৌশানী। কান্নায় ভেঙে পড়েন। ছবিতে মা-বাবার সঙ্গে এই প্রজন্মের দূরত্ব দেখিয়েছেন রাজ। তবে কী কারণে কেঁদেছেন তা জানাননি অভিনেত্রী।