
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য জনপ্রিয় এই পথে সাম্প্রতিক বছরগুলোতে ঘটা সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে এটি একটি।
দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরে মৌরিতানিয়া উপকূলে গাম্বিয়া থেকে ছেড়ে আসে নৌকাটি। বেশির ভাগ গাম্বিয়ান এবং সেনেগালিজ নাগরিক বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পর আরো ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এতে মোট ১৫০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৌরিতানীয় কর্তৃপক্ষ বুধবার ও বৃহস্পতিবার ৭০টি মৃতদেহ উদ্ধার করেছে।
গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘এমন বিপজ্জনক যাত্রায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে, যা বহু মানুষের প্রাণ নিয়েছে।’
এই ঘটনায় অভিবাসীদের জীবন ঝুঁকি এবং মানবিক সংকটের আরো একটি খারাপ দিক স্পষ্ট হয়ে উঠেছে, যেখানে একের পর এক দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতের সংখ্যা ১০০ এরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের অভিবাসী রুটটি সাধারণত স্পেনে পৌঁছানোর জন্য আফ্রিকান অভিবাসীরা ব্যবহার করে এবং এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসী রুট হিসেবে পরিচিত।
২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, গত বছর ক্যানারি দ্বীপপুঞ্জে ৪৬ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী পৌঁছেছেন, যা একটি রেকর্ড। তবে এই যাত্রায় অন্তত ১০ হাজার মানুষজন মারা গেছে। মানবাধিকার সংগঠন ক্যামিনানডো ফ্রন্টেরাসের মতে, এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৫৮ শতাংশ।