
শেখ আব্দুস সালামঃ
চিংড়ি উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা চিংড়ি চাষী রয়্যাল ফিস কালচার ও রয়্যাল ফিস ট্রেডিং এর সত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার বেলা ১টায় পৌরসভা শহীদ মিনার চত্বরে আয়োজিত সভায় একাধিক ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে ক্রেস্টসহ ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রদান করেন পাইকগাছা চিংড়ি চাষী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন ব্যবসায়ীসহ পেশাজীবি সংগঠন।
এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারন সম্পাদক রয়্যাল ফিস কালচার ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন জাতীয় স্বর্নপদক প্রাপ্তিতে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সংশ্লিষ্ট প্রশাসন, ব্যবসায়ী মহল ও গনমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, মোর্তজা জামান আলমগীর রুলু, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, বেনজির আহম্মেদ লাল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংক ব্যবস্থাপক বজলুল হুদা, মজিদ সানা, বজলুর রহমান গাজী, আঃ সামাদ, মধুরঞ্জন কর্মকার, সুনিল মন্ডল, জিএম রেজাউল করিম, অমরেশ মন্ডল, এ্যাডঃ মোজাফফর হাসান, ইলিয়াস হোসেন, আহম্মদ আলী, সোহেল রাশেদ জনি, আজিজুর রহমান মোল্যা, মিলন রায় চৌধুরী, ফয়সাল রাসেদ সনি প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় আনুষ্ঠানিক ভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় স্বর্নপদক পুরস্কারটি তুলে দেন।