পাইকগাছার এক শিক্ষানুরাগী প্রবাসী অসহায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ দিতে ট্রাষ্ট গঠন

রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

 

শেখ আব্দুস সালামঃ

খুলনা জেলার পাইকগাছা উপজেলার
কপিলমুনিতে অষ্ট্রেলিয়া প্রবাসী স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডঃ মোঃ খোরশেদু্জ্জামান তাঁর পিতা মরহুম আব্দুল খালেক সরদার ও দাদি মরহুমা গফুরেন্নাসার নামে দু’টি শিক্ষা বৃত্তি ট্রাষ্ট প্রতিষ্ঠা করেছেন।
৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকায় পাইকগাছা উপজেলার কপিলমুনি কলেজ ও তালা উপজেলার শাহজাদপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে করা ট্রাষ্ট দলিল দু’টির রেজেষ্ট্রি কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট শিক্ষানুরাগী ডঃ মোঃ খোরশেদুজ্জান লেখা পড়ায় উৎসাহিত করার জন্য দীর্ঘদিন ধরে অনেক গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ও বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন। তিনি এবার সড়ক দুর্ঘটনায় পা হারানোদের কৃত্রিম পা লাগাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা ও ভুক্তভূগী পরিবারের খবর ও সহায়তা প্রদানের চিন্তা ভাবনা করছেন। ইতিমধ্যেইসড়ক দূর্ঘটনায় পা হারানো প্রতাপকাটি গ্রামের রাসেল শেখ (২৫) এর পা সংযোজনের ও পরিবারের দেখভাল করার দায়িত্ব নিয়েছেন। শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখার লক্ষ্যে তিনি আগামীতে আরো কয়েকটি ট্রাষ্ট প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ডঃ মোঃ খোরশেদুজ্জান খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি গ্ৰামের মরহুম শিক্ষক আব্দুল খালেক সরদারের পূত্র।
তিনি দীর্ঘ দুই দশক ধরে অষ্ট্রেলিয়ার স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে অধ্যাপনা করে আসছেন। ইতিপূর্বে তিনি সহকারী জজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সচেতন এলাকাবাসী মনে করেন ড. খোরশেদুজ্জামানের এহেন উজ্জল দৃষ্টান্ত সমাজের বিত্তশালী মানুষদের অসহায় ও মানবিক কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে।