
পাইকগাছা প্রতিনিধি:
কপিলমুনিতে মসজিদের ভেতর গলায় ফাঁস দিয়ে আছাদুল বিশ্বাস (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কপিলমুনি বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত আছাদুল হরিঢালী গ্রামের আব্দুল মজিদ ওরফে মনুর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি শ্রমিক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আছাদুল তার ভাইয়ের সঙ্গে কপিলমুনি বাজারে যান। সকাল ১০টার কিছু পর স্থানীয় শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে ভাই ইদ্রিস মসজিদে গিয়ে দেখতে পান, দ্বিতীয় তলার ভেতরে সেন্টারিংয়ের বাঁশের সঙ্গে রশি পেঁচিয়ে আছাদুল ফাঁস দিয়েছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, আছাদুল বাজারের পরিচিত মুখ ছিলেন। সকালে হঠাৎ মসজিদের ভেতর থেকে কান্নার শব্দ শুনে কয়েকজন ভেতরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
ভাই ইদ্রিস বিশ্বাস বলেন, আছাদুল আমার ছোট ভাই। সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তার একটি মাত্র ছয় মাসের কন্যা সন্তান রয়েছে।
খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজগার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।