পাইকগাছার হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান রাজু খুলনা থেকে আটক

শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫

পাইকগাছা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে পাইকগাছা উপজেলার ১নং হরিঢালি ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আবু জাফর ছিদ্দিকী রাজুকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম জানান, বেশ কিছুদিন ধরেই রাজু চেয়ারম্যান গোয়েন্দা নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে রাত ৯ টায় ডিবি’র একটি চৌকস টীম তাকে আটক করে। আটকের পর রাজু-কে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। ডিবি’র সুত্র জানায়, আটকৃত ইউপি চেয়ারম্যান রাজু’র ব্যবহৃত প্রাইভেট কার ও অবৈধ বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।