পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতির উপর হামলা ও মারপিট ; আটক -৪

বুধবার, জুলাই ৩০, ২০২৫

শেখ আব্দুস সালামঃ

খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তারের উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় আদালত এলাকায় নিজ কার্যালয়ে এ হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ৪ জনকে আটক করেছে। অপরদিকে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আইনজীবী সমিতি বিশেষ জরুরি সভা করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মামলা ও প্রাপ্ত অভিযোগে জানা গেছে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তারের সাথে তার ভাইয়ের পরিবারের মধ্যে জায়গা জমি ও মৎস্য লীজ ঘের নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ কে কেন্দ্র করে মৃত ভাই মতিয়ার রহমানের পরিবারের লোকজন মঙ্গলবার সন্ধ্যায় আইনজীবী কার্যালয়ে ঢুকে এডভোকেট জিএম আব্দুস সাত্তারের উপর চড়াও হয় এক পর্যায়ে তারা আইনজীবী সমিতির সভাপতি কে মারপিট ও লাঞ্ছিত করে। খবর পেয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ সহ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে রোববার সকালে প্রতিপক্ষরা ভাই মুজিবুর রহমানের মাগুরা দেলুটি মৌজার ৪’শ বিঘার চিংড়ি ঘের দখল, মাছ লুটপাট ও বাঁধ কেটে বিপুল পরিমাণ ক্ষতিসাধন করে বলে অভিযোগ করেছেন জিএম আব্দুস সাত্তার। এ ঘটনায় এডভোকেট জিএম আব্দুস সাত্তার বাদি হয়ে ভাইপো মুনির হোসেন রাজা (৩০) সহ ১৯ জনের নাম উল্লেখ এবং ২৫/৩০ জন কে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছে। পুলিশ মনির হোসেন, মেহেদী গাজী, জয় ও শাহরিয়ার সহ ৪ জন কে আটক করেছে। আটককৃতদের বুধবার আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি রিয়াদ মাহমুদ। এদিকে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার প্রেক্ষিতে আইনজীবী সমিতি বুধবার দুপুরে এক বিশেষ জরুরি সভা করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আইনজীবী সমিতির সহ সভাপতি প্রশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক জিএম আককাছ আলি ও সহ সভাপতি আব্দুল মজিদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।