
পাইকগাছা প্রতিনিধিঃ
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে পাইকগাছা প্রেসক্লাব ও কপিলমুনি প্রেস ক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। এক বিবৃতিতে সাংবাদিকরা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়ে যাওয়া গভীর উদ্বেগের বিষয়। গাজীপুরে ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলা জাতির চতুর্থ স্তম্ভের প্রতি আঘাত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দ্রুত দোষীদের সনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।