পাইকগাছা-কয়রায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক: আমিরুল ইসলাম কাগজী

রবিবার, নভেম্বর ২, ২০২৫

 

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করা হয় পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন বাজার, মসজিদ ও পূজা মন্দিরে। খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) আমিরুল ইসলাম কাগজী এলাকার সর্বস্তরের মানুষের মাঝে এই ৩১ দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
বুধবার রাত ১০টায় পাইকগাছার সোলাদানা ইউনিয়নের খালিয়ারচকে মতুয়া সম্প্রদায়ের কয়েক হাজার মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি পৌঁছে দেন তিনি। পরের দিন বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সুন্দরবন ঘেঁষা প্রত্যন্ত গ্রাম তেতুলতলার চরে শত শত নারী পুরুষের মাঝে একই লিফলেট বিতরণ ও উঠান করেন। এসময় তিনি তেতুলতলার চর মসজিদ সংষ্কারের জন্য সভাপতি ফজলুর রহমানের হাতে ৫০ হাজার টাকার একটা অনুদান তুলে দেন।

ওইদিন সন্ধ্যায় শুড়িখালী বাজারে তিনি লিফলেট বিতরণ করেন। পরে শুড়িখালী ও চান্নিরচক মন্দিরে ৫০ হাজার ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকার অনুদান তুলে দেন দুই মন্দির ব্যাবস্থাপনা কমিটির সভাপতি দেবব্রত সানা ও অনুপম সরকারের হাতে।
এরপর রাত ১০টায় হড্ডার মাঝেরচক মন্দিরে জগদ্ধাত্রী পূজারী ও ভক্তদের হাতে লিফলেট বিতরণ করে সনাতন ধর্মাবলম্বীর হাজার হাজার নর-নারীর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এসময় হড্ডা মাঝেরচক মন্দির সংস্কারের জন্য সভাপতি নীলাদ্রি কুমার সরদারের হাতে ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন।
শুক্রবার সকালে লস্কর ইউনিয়নের মিনহাজ বাজারে তিনি লিফলেট বিতরণ করে রাড়ুলি ইউনিয়নের শ্রীকন্ঠপুর পাহাড় পারা মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মসজিদ সংষ্কার কাজের জন্য সভাপতি মুক্তিযোদ্ধা আফসার আলীর হতে ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন । বিকেলে প্রতাপকাটি যুব সংঘ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টু্র্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যা সাড়ে সাতটায় রাড়ুলির কাঠিপাড়া মন্দিরে লিফলেট বিতরণ করেন এবং জগদ্ধাত্রী পূজায় ভক্তদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। এরপর শনিবার জোহরের নামাজের পর লস্কার ইউনিয়নের হেতালবুনিয়া জামে মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য মসজিদের ক্যাশিয়ার মোহাম্মদ নূরুন্নবী ও মসজিদের ইমাম সাহেব হাতে ৫০ হাজার টাকার অনুদান দেন।